1. info@www.crimenews24.tv : Crime News 24 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

সরকারি রাস্তা দখলের চেষ্টা, সাতকানিয়ায় আ’লীগ নেতা ও স্থানীয় মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার কালিইয়াশ ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসী আমির হোসেন ও স্থানীয় মেম্বার আব্দুল গফুর মুক্তা’র বিরুদ্ধে সরকারি রাস্তা জোর পূর্বক দখলের প্রতিবাদ ও এলাকাবাসীর উপর হামলার শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে কালিইয়াশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কাটগর এলাকাবাসীর উদ্যোগে  এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী ২০-২৫ পরিবারের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করেন। 

জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই প্রভাবশালী দুই নেতা এলাকার প্রায় ২০-২৫টি পরিবারের কয়েক শতাধিক সাধারণ জণগণকে জিম্মি করে হাঁটা চলাচলে বাঁধা প্রদান সহ মামলা-হামলা করে আসছে। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন থেকে পূর্ব কাটগরের ২০-২৫ পরিবার এই রাস্তাটি  চলাচলের জন্য ব্যবহার করে আসছে। এতগুলো পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি গত বছর রেলওয়ে কর্তৃপক্ষ অধিগ্রহণ করে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নতুন করে তৈরি করে দেন।  রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তাটির দুই পার্শ্বে অধিগ্রহণকৃত জায়গায় বিভিন্ন ঔষধি ও ফলজ  গাছের চারা লাগিয়ে দেয়। যা সরেজমিনে এখনো  দৃশ্যমান। রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তাটি তৈরি করে দেওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী আমির হোসেন স্থানীয় মেম্বার আব্দুল গফুর (মুক্তা মেম্বার)  রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলা চালিয়ে রাস্তাটি জোর দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। একটা সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রশাসনকে হাত করে রাস্তাটি জোর দখল করে হাঁটা চলাচল বন্ধ করে দেয়। গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা নিয়ে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করেন। এরই জের ধরে আমির হোসেন ও মুক্তা মেম্বার এলাকার বিভিন্ন জনকে রাতের আঁধারে পথ আটকিয়ে হামলা ও ছিনতাই করেন বলে অভিযোগ করেন। এছাড়াও  তাদের ঘরে হামলা এবং রাস্তাটি জোর দখলের অপচেষ্টা চালাই।

ভুক্তভোগী আব্দুল কইয়ুম (৬০) জানান, আমাদেরকে মেরে ফেলেন, না হয় আমাদের রাস্তা দেন। এই রাস্তা আমাদের অধিকার। এটা সরকারি রাস্তা। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সুবিধার জন্য এই রাস্তাটি নতুন করে তৈরি করে দিয়েছে। বারবার আমাদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আমির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে উগ্র মেজাজ প্রদর্শন করেন। রাস্তার জায়গাটি সরকার রেলওয়ের জন্য অধিগ্রহণের কথা স্বীকার করলেও জায়গাটি তার পৈতৃক সম্পত্তি বলে দাবী করেন। এবং অধিগ্রহণকৃত জায়গার টাকা না পাওয়ার দাবী করেন।

মানববন্ধনে এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল কইয়ুম, রুনা আক্তার, নুর আক্তার,  অসুন্নবী,  জাইতুন নেছা, তাসফিয়া আক্তার, মোহাম্মদ শাহেদ, নাজমা আক্তার, শাকিসহ এলাকার বিভিন্ন বয়সের মানুষেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝