শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে যুবদল নেতা নূর হোসেন এর নেতৃত্বে চাঁদাবাজি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে যুবদল কর্মী আরিফ হোসেন। এবিষয়ে পত্নীতলা থানায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মো: কাজী নাজমুল হোসেন বাদী হয়ে এজহার দায়ের করেন।
গত শুক্রবার ২৩ আগষ্ট সন্ধা সারে সাতটায় দিকে পত্নীতলা থানার মাহমুদপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত চানিক চৌধুরী’র স্ত্রী শেফালি রানী’র কাছ থেকে চাঁদা নেবার সময় সাধারণ শিক্ষার্থীদের কাছে হাতেনাতে আটক হয় যুবদল কর্মী মো: আরিফ হোসেন।
সাধারণ শিক্ষার্থী ও এজাহার সূত্রে জানা যায়, নজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর আলম, মাহমুদপুর মধ্যপাড়া গ্রামের বয়ছের আলীর ছেলে মো: হারাজুল ইসলাম ও একই গ্রামের মো: আলম এর ইন্ধনে যুবদল কর্মী মাহমুদপুর মধ্যপাড়া গ্রামের মো: তছিম উদ্দিন এর ছেলে মো: আরিফ হোসেন একই গ্রামের মৃত চানিক চৌধুরী’র স্ত্রী শেফালী রানী’র কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা জানতে পাবার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজ আরিফ কে আটক করে পত্নীতলা থানা পুলিশের হেফাজতে দেন।
এবিষয়ে সমন্বয়ক মো: মারুফ হোসেন বলেন, আমরা সন্ধা সারে সাতটার সময় চাঁদাবাজির ঘটনাটি জানতে পারি যে, কে বা কাহারা সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদাবাজ আরিফ কে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বিকার করেন যে যুবদল নেতা নূর আলম, হারাজুল ইসলাম ও আলম এর ইন্ধনে শেফালী রানি’র বাড়িতে চাঁদাবাজি করতে আসে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে পত্নীতলা থানা পুলিশের হেফাজতে দেই। কিন্তু এজাহার করার পূর্বে বিএনপি’র দুই নেতা এসে আমাদের বিভিন্ন ধরণের হুমকি - ধামকি দিয়ে বলেন, আমরা যেন এজাহারে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নাম উল্লেখ না করি।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাফ্ফর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীরা আরিফ নামের একজন যুবক কে চাঁদাবাজির অভিযোগ এনে আটক করে থানা পুলিশের হেফাজতে দেন। এই বিষয়টি নিয়ে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।