1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের ছোট ভাই আবু নাছের ইয়াহিয়ার দাফন সম্পন্ন হল।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ আনজার শাহ,

কুমিল্লা-০৮(বরুড়া) আসনের সংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এর আপন ছোট ভাই ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এর ভাইস চেয়ারম্যান আবু নাছের ইয়াহিয়া শারমিন সাহেবের শেষ জানাজা সম্পূর্ণ হওয়ার পর নিজ জন্মস্থান পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হল।

উল্লেখ্য, মোট চারটি জানাজা হয়, ১ম জানাজার নামাজ ০১-০১-২০২৫ (বুধবার) বাদ আছর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

২য় জানাজার নামাজ ০১-০১-২০২৫ (বুধবার) বাদ মাগরিব নিজ কর্মস্থল তেজগাঁও ২৩২-২৩৪ আরমানা ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

৩য় জানাজার নামাজ ০২-০১-২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

৪র্থ জানাযার নামাজ ০২-০১-২০২৫ (বৃহস্পতিবার) বাদ জোহর নিজ গ্রাম সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মরহুমকে উনার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে তিনি ঢাকা ইউনাইটেড ইসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিলো ৫৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।

জানা যায় , মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত ঢাকা ইউনাইটেড ইসপিটালে নেওয়ার কিছুক্ষন পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুতে সমগ্র বরুড়ায় শোকের ছাঁয়া নেমে আসে।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পেইজে পোস্টে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ও পূর্বাচল স্টিল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাচল ডিলার্স লিঃ, পূর্বাচল এক্সক্লুসিভ লিঃ এবং বেকো ফিড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক; ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই মহান উদ্যোক্তা ও সমাজসেবক ব্যক্তিত্বের বিদায়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, পরিচালনা পরিষদ এবং সমগ্র আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিবার গভীর শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝