মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের নির্বাচিত সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাকে সদর উপজেলার রুহিয়া রামনাথ হাটের এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ জানান, গত ৩রা সেপ্টেম্বর ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামী করে আদালতে একটি মামলা দায়ের কারেন। মামলায় আরও ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
সেই মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার হয় আলহাজ্জ দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন।