মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার ও আশুলিয়া বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা ছাত্রদল উত্তর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ ভাইয়ের পক্ষ থেকে সাভার ও আশুলিয়া সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল বাংলাদেশি এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত সকল সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, আসছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এদিনে গোটা জাতি ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
আমি গভীর শ্রদ্ধা জানাই সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি, যারা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা।