সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সেই রাব্বিকে খবরের কাগজ বন্ধুজন-সিডব্লিউএফ এর পক্ষ থেকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
শারীরিক অক্ষমতা, পারিবারিক দৈন্যতাসহ নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে পড়াশোনার ক্যারিয়ারে কৃতিত্বের সাক্ষর রাখায় শুক্রবার সকালে তার বাড়িতে তাকে এ বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নাজিম উদ্দীন, খবরের কাগজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, রাব্বির বাবা বজলুর রহমান, খবরের কাগজ এর চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম কে মনির, স্টাফ ফটোগ্রাফার মো. হানিফ, স্থায়ীয় সংবাদ কর্মী মুসলেহ উদ্দিনসহ অন্যান্যরা।