মোঃ লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৩৩ কোটি ৪ লক্ষ ১৭ হাজার ৭২০ টাকা টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আসলাম। বৃহস্পতিবার ২৭ জুন বেলা ১২টায় সেতাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে বাজেট অধিবেশনে শুরুতেই প্রধান হিসাব রক্ষণ কর্মকার্তা সন্ধ্যা রানী সরকার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৪ লক্ষ ১৭ হাজার ৭২০ টাকা বাজেট পাঠ করেন। উক্ত বাজেট অধিবেশনে পৌর মেয়র তার বক্তব্যে উন্নয়নের দিক তুলে ধরেন সেতাবগঞ্জ পৌরসভার ৯টি ওয়াডের রাস্তাঘাট,ড্রেন,কালভাট, মাতৃীকালিন ভাতা,বিধবা ভাতা,বয়সক ভাতা, প্রতিবন্ধী ভাতা,সহ অনেক উন্নয়ন করেচলেছেন এবং কাজ চলমান রয়েছে। এবং আগামীতে আরো ব্যপক উন্নয়ন হবে বলে তিনি আশা করেন। এসময় পৌর নিবার্হী কর্মকর্তা হরিপদ রায়, নিবার্হী প্রকৌশলী ভরত চন্দ্র পাল,প্যানেল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌরসভার সচিব,প্রশাসনিক কর্মকর্তা রুবেল হক,হিসাব রক্ষক সহ অত্র পৌরসভার সকল কর্মকর্তা,করমচারি,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।