1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সেনবাগে জায়গা জবর দখল করে ঘর নির্মাণে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে জায়গা জবর দখল করে ঘর নির্মাণে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার ( ২১ মার্চ ) সকালে নোয়াখালীর সেনবাগে জায়গা জবর দখল করে ঘর নির্মাণে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের মেয়ের জামাতা মো: সাইদুজ্জামান এর ভাই মো: মোস্তাকুজ্জামান। তিনি ঘটনারস্হল সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জোড়তুলা গ্রামের ৩৮০নং নলুয়া মৌজায় ১৬৪নং খতিয়ান ও ৪৪৮নং মাঠ খতিয়ানে সাবেক ৫৩৫নং দাগে ও ১২২৪নং হাল দাগে ১৮ শতাংশের অন্দরে ৯ শতাংশ জমি সাব কবলা খরিদ সূত্রে দখলদার ও মালিক আইয়ুব আলী, পিতা -মৃত হাফিজ উল্যাহ, মাতা- বরকতের নেছা,গ্রাম – জোড়তুলা, উপজেলা – সেনবাগ, জেলা – নোয়াখালী এর বর্তমান কেয়ারটেকার হিসেবে আইয়ুব আলীর মেয়ের জামাতা মো: সাইদুজ্জামান।

বর্তমান ১২২৪নং দাগে বর্গাচাষকারী জয়নাল আবেদীন, পিতা- মৃত আবদুল বারিক, গ্রাম- জোড়তুলা, সেনবাগ, নোয়াখালী জবরদখল করে উক্ত দাগে মাটি ভরাট ও ঘর নির্মাণ করা অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার ।

ভুক্তভোগীর প্রতিনিধি বলেন,উক্ত ৯ শতাংশ জমির গ্রহীতা মো: আইয়ুব আলীর জীবনদশায় জয়নাল আবেদীন গ্রহীতার জমির বর্গাচাষী ছিলো ও আছে।
গ্রহীতা আইয়ুব আলী মারা যাওয়ার পর সুযোগ বুঝে ৯শতাংশ জমি তার বলে জবরদখল করে বসত ঘর নির্মাণ করার চেষ্টা করে। বসত ঘরের কিছু অংশ নির্মাণের সময় বাঁধা দিয়ে দখল সংক্রান্ত বিরোধ নিয়ে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট দারস্থ হলে, তিনি দলিল ও খতিয়ান মূলে আইয়ুব আলী জমির প্রকৃত মালিক হিসেবে মৌখিক ভাবে জানান এবং বলেন ঈদ উল ফিতরের পরে এব্যাপারে সিদ্ধান্ত হবে।
এদিকে জয়নাল আবেদীন জবরদখল করে উক্ত দাগের জায়গায় দ্রুত ঘর নির্মাণ শেষ করার পায়তারা করছে।
সরেজমিনে সংবাদ সম্মেলন এক পর্যায়ে আইয়ুব আলীর পক্ষে মোস্তাকুজ্জামান উক্ত ১২২৪ দাগের ৯শতাংশ জমি বিক্রির প্রস্তাব করলে জবরদখলকারী জয়নাল আবেদীন সকলের সম্মুখে ক্রয় করার ইচ্ছা পোষণ করে। এতে প্রমানিত ও সকলে অবগত হয় যে, উক্ত জমি আইয়ুব আলী বা তাঁর উত্তরাধিকারীরাই মালিক।

এরকম জয়নাল আবেদীন এর মতো জবরদখলকারীর বিরুদ্ধে আইয়ুব আলীর পক্ষে মো: মোস্তাকুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ সহ জবরদখলকারী জয়নাল আবেদীন কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝