মো লুৎফুর রহমান রাকিব সৌদি আরব থেকে
কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড বসন্তপুর কাজীপাড়ার আই সাইকেল মিস্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু ছায়েদের দ্বিতীয় ছেলে মরহুম কাজী রনি বেন স্টক করে সৌদি আরব দাম্মাম একটি প্রাইভেট হাসপাতালে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে আজ সকাল ৭টা সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যু কালেই বয়স ছিলো ২০বছর।
দোয়া করি মহান আল্লাহ’তায়ালা ওর ভুলক্রুটি ক্ ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুক। ‘আমীন”🤲 হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবার বদলে উত্তম পরিবার ও তার জোড়ের (স্ত্রী/স্বামীর) চেয়ে উত্তম জোড় প্রদান করুন। আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহ ান্নামের আযাব] থেকে রক্ষা করুন।
—-[ সহীহ মুসলিম