লেখিকা: আসমা উল হুসনা তিথী
………..
স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর
তুমি আমি রাজাকার রণক্ষেত্রে ভরপুর,
মানুষ রূপি জানোয়ারের হামলায় ভীত
অজস্র শিক্ষার্থী আজ আহত-নিহত
নিরবতা আজ যেন ভেঙেছে বাঁধ
আমরা চাই আমাদের ন্যার্য বিচার।
স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর
তুমি আমি রাজাকার রণক্ষেত্রে ভরপুর,
রোকেয়াতে শহীদ হলেন আবু সাঈদ, মিতা
এই রাজাকারের মৃত্যু যেনো যায় না বৃথা,
আমাদের স্লোগান কোঠা না মেধা?
চলবে না,চলবে না ৫৬% কোঠা।
বাংলা আমার, বাংলা তোমার বৈষম্য হবে না
কোথা প্রথা চলা কালে আন্দোলন থামবে না,
অধিকার, অধিকার আমরা চাই অধিকার
আমরা হলে রাজাকার তোরা তবে বাংলা ছাড়।
স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর
তুমি আমি রাজাকার রণক্ষেত্রে ভরপুর।