“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া মোদের ফুটবল” -এই শ্লোগানকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ-২০২৪ ফুটবল টুর্নামেন্টে ফুলবাড়ী স্পোটর্স ব্রীজ কে ০-১ গোলে হারিয়ে দিনাজপুর বড় মাঠ এর জয়লাভ।
খেলার শুরুতে উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংক এর এজিএম (অব:) মোঃ মাওলা বকস্। ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে স্বাগত বক্তব্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রিয়াজুল করিম রেজা চৌধুরী ও এলাকার সমাজ সেবক শফিক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোঃ নাসিম। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ ওবায়েদুর রহমান, সহকারী রেফারী সুজিত, মতিউর, বিপ্লব তপনো। খেলার ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। খেলার ধারভাস্কর হিসেবে বর্ণনা করেন এসএম রফিক। প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মোঃ মাওলা বকস্ বলেন, আমাদের সন্তানদের মাঠমুখীর করতে হবে। তারা যেন কোনোভাবে মাদক বা অন্য কোনো অসামাজিক কাজে জড়িত হতে না পারে। আমার বিশ্বাস খেলাধুলাই পারে মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে। খেলাধুলা করলে মন ও মস্তিস্ক সুস্থ থাকে তাই প্রতিটি যুবককে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুরের ফুটবল পিপাসু দর্শকদের গত ৯ বছর ধরে এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিয়ে আসছি। আমি এই খেলার দর্শক, সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টে খেলবে সেন্ডোজ ক্লাব রংপুর বনাম মৌসুমী ক্রীড়া চক্র বিরল।