1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ভালো গল্প হলে বড় পর্দায় আসতে চায় সামিনা বাশার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

মডেল-অভিনেত্রী সামিনা বাশার ব্যস্ত সময় পার করছেন সোহেল তালুকদারে ‘ভ্যাজাইল্লা গ্রাম’ ও ‘ভেড়া পাত্র চাই’ ধারাবাহিক নাটক দুটি নিয়ে। সামিনা বাশার অভিনীত চ্যানেল নাইনে প্রচার অনিক বিশ্বাস পরিচালিত ‘কর্পোরেট গার্লস’ নাটকটি দর্শকদের মুগ্ধ করেছে তার অভিনয় । প্রচারের অপেক্ষায় আছে সোহেল তালুকদার পরিচালিত একক নাটক ‘প্রেমের কসম’। শুটিংয়ে অংশ নিচ্ছেন নির্মাতা ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকে। ওয়েব সিরিজে কাজ না করলেও এরই মধ্যে চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তির অপেক্ষায়। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে। সিনেমা নিয়ে পরিকল্পনা না থাকলেও নাটকেই নিজেকে ব্যস্ত রাখতে চান সামিনা। সিনেমার চেয়ে নাটকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করবেন।
সামিনা বেড়ে উঠেছেন খুলনায় কিন্তু পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটি থেকে। শুরুটা শিশুশিল্পী হিসেবে,সবার অভিনয়ই দেখেন তিনি। তবে বড়পর্দায় বেশি ভালো লাগে চিত্রনায়িকা আঁচল আখিকে আর ছোটপর্দায় ভালো লাগার মেহজাবীন চৌধুরী। দুজনেরই অভিনয় ভালো লাগে তার তবে খুলনার মেয়ে হিসাবে নয় মৌসুমী ও পপির অভিনয় তাকে মুগ্ধ করে।
সামিনা বলেন, বাবা চেয়েছিলেন ব্যাংকার হই তবে মিডিয়াকে ভালোবেসে জড়িয়ে পড়ে । প্রথমে বাসায় কাজের ব্যাপারে অনীহা থাকলেও এখন পরিবারের পুরো সার্পোট পাচ্ছে এখন তবে বেছে বেছে কাজ করছেন তিনি। সংখ্যায় নয় মানে বিশ্বাসী, কাজের সংখ্যা না বাড়িয়ে ভালো কিছু কাজ করতে চায় ।’ নিজের বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যেতে চান সামিনা বাশার । বাংলাদেশের চলচ্চিত্র কে বাঁচিয়ে রাখার জন্য হলে গিয়ে দর্শককে বাংলা সিনেমা দেখার আহ্বান জানান পাশাপাশি নাটক দেখতেও সবাইকে অনুরোধ করেন এ অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝