1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

নীলফামারীর নব-নির্বাচিত আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিকে জেলা জামায়াতের সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম,নীলফামারীঃ

নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়। জামায়াতের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো কোরআন। আমাদের দেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ বাস করেন। কোরআনের মাধ্যমে আমরা যখন দেশ পরিচালনা করব, তখন প্রত্যেকেই তাদের অধিকার পাবে।”

তিনি রোববার (১৬ই মার্চ)বিকালে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, “পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। কোরআন মানবজাতির জন্য হেদায়াত। কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে। রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে: একটি হলো ইফতার এবং অন্যটি হলো পবিত্র ঈদুল ফিতর। এছাড়া সবচেয়ে বড় খুশি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ, যা সিয়াম সাধনের মাধ্যমে লাভ করা সম্ভব।”

মাগুরার শিশু আছিয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে তিনি বলেন, “আছিয়ার নৃশংস হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। এই হত্যাকাণ্ড আমরা কেউ মেনে নিতে পারি না। যারা এই অপরাধ করেছে তারা পশুর চেয়ে অধম। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তাদের দায়িত্ব গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “সমাজে এসব অপরাধের মূল কারণ ইসলামের জ্ঞানের অভাব, কোরআনের শিক্ষার অভাব। আমরা যদি আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা না দিই, তবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অভিভাবকদের তাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখতে হবে।”

উক্ত অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ। এছাড়াও, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী সহ অনেকে বক্তৃতা করেন। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলমামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সকলের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝