1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা-জাহাঙ্গীরনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে গত ৩০ জানুয়ারি কাজল মেম্বারকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কাজল মিয়া অলিপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ইউপি মেম্বারের ওপর গুলির ঘটনায় রাত ৮ টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। ফলে কয়েক ঘন্টা সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিলো।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উপজেলার জাহাঙ্গীরনগর এলাকা দিয়ে প্রেসার মাপতে যান ইউপি সদস্য কাজল মিয়া। এসময় একটি চলন্ত হায়েস তার কাছে এসে গতিরোধ করে। টের পেয়ে ইউপি সদস্য কাজল মিয়া দৌড়ে চলে যাওয়ার সময় পেছন থেকে গুলি ও ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির সামনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

খবর পেয়ে রাত ৮ টায় রায়পুরা থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ। যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ ঘটনার ব্যাপারে তাৎক্ষনিক পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী ইউপি সদস্য কাজল মিয়া বলেন, দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিষয় নিয়ে আলমগীর, মহসিনদের সাথে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে একাধিকবার তারা আমার ওপর গুলি চালিয়েছে। আজ প্রেসার মাপতে যাওয়ার পর একটি কালো রঙয়ের গাড়ি আমার কাছে আসলে আমি দৌড়ে বাড়িতে ঢুকে যাই। এসময় তারা গুলি চালায়। গুলিটি আমার বাড়ির ওয়ালে লেগেছে এবং তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝