1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

বদলগাছীতে অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা: বিজিবি সদস্যসহ দুই প্রতারক গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু

জেলা প্রতিনিধিঃ(নওগাঁ)

দেশব্যাপী চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্রের এমন ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। জেলার ডিবির একটি বিশেষ টিম নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গতরাতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের মধ্যে একজন হলেন চাকুরীরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২), পিতা- মৃত সেকান্দার মন্ডল ও অন্য একজন হলেন মো: খায়রুল সরকার (৩০), পিতা- মো: সিরাজুল সরকার, উভয় সাং-কোলা হুদ্রাকুড়ী, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। খায়রুল সরকার নিজেকে বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।

ঘটনার বিবরণে জানা যায় যে, মোহাম্মদ ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খায়রুল ছিল তার সহযোগী।

নওগাঁয় উভয়ে পরস্পর যোগসাজসে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন। তাদের নিকট থেকে ০৩ টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত ০৩ টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে স্বাক্ষরিত ০৬ টি ফাঁকা ব্যাংক চেক ও স্বাক্ষরিত ০৯ টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে মর্মে নওগাঁ জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে আবারো নিশ্চিত করেন। টিআরসি নিয়োগ সংক্রান্তে কোন ধরণের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝