1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

কাশিয়ানীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা – নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা ও নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

খুনের ভয়ে আতঙ্কে জীবনযাপন করছেন আসলাম শেখ ও তার পরিবার। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সংকরপাশা গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ১২ /৪/২০২৫ইং রাত ১১ টার সময় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামের চান সিকদারের ছেলে রুবেল সিকদার ৩৩ ও তার লোকজন কাশিয়ানী উপজেলার সংকর পাশা গ্রামের বাসিন্দা আসলাম শেখ কে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা ও মটর সাইকেল, মোবাইল কেড়ে নিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে । রড, সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখ দাবি করেছেন, তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা তার নগদ ও বিকাশ থেকে প্রায় ৬৮৯৭৫০ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনার পর আতঙ্কে রয়েছেন এই ব্যবসায়ী ও তার পরিবার ।এক দিকে হত্যার হুমকি। অন্য দিকে নিজের স্যার পুঁজি হারিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীন ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন, এমনকি ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে আসলাম শেখ নিজেই বাদী হয়ে গত ১৩/৪/২০২৫ ইং রুবেল সিকদার কে প্রধান আসামি ও অজ্ঞাতহ ৩ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার এসআই আলিমুল হুদা জনি জানান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝