হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো স্থায়ী সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশোর অভিনয় দেখার তীব্র আগ্রহ আর ভালোবাসায় আবারও অস্থায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করছে তার স্থানীয় ভক্তরা। সেখানে এবার প্রদর্শিত হবে নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা দাগী। ভক্তদের ভালোবাসার টানে এবারো নিজ এলাকায় আসবেন নিশো।
আগামী (২ মে) শুক্রবার থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিন ব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত দাগী সিনেমা। যার প্রতিটি টিকিটের মুল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪ টি করে শো চলবে। প্রথম শো বিকাল ৪ টা থেকে শুরু হবে।
বিশেষ চমক হলো—এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই আসছেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শন ঘিরে ইতোমধ্যে উৎসাহের জোয়ার বইছে ভূঞাপুরে।
ভক্তদের আয়োজনে নির্মিত অস্থায়ী এই সিনেমা হলটি তৈরি হচ্ছে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে।, বিশাল স্ক্রিন ও উন্নত সাউন্ড সিস্টেমসহ আধুনিক সুবিধা এই আয়োজন স্থানীয়দের মাঝে এক ভিন্ন আবেগ তৈরি করেছে।
আয়োজক কমিটির একজন সদস্য বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের দাগী সিনেমাটা সবাই মিলে একসাথে দেখতে। উনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারও আমরা তাকে দাওয়াত দিয়েছি, এবং তিনি আসছেন — এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”
আফরান নিশো নিজেও এক ভিডিও বার্তায় বলেন, “ভূঞাপুর আমার শেকড়, এখানকার মানুষের ভালোবাসাই আমার শক্তি। ভক্তদের এমন আয়োজনে পাশে থাকতে পারাটা গর্বের।”
ভক্তদের আয়োজনে অভিনয় শিল্পীর সরাসরি অংশগ্রহণ, অস্থায়ী হলেও একটি হল নির্মাণ এবং সিনেমা দেখার এই উৎসব – ভূঞাপুরে যেন নতুন করে সিনেমাপ্রেমের আলো জ্বেলে দিচ্ছে।