1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

ভূঞাপুরে পৃথক মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সম্রাট তালুকতার, উপজেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খন্দকার আমিনুল ইসলাম (৫২) ও তার ছেলে খন্দকার ফরহাদ হোসাইন (৩০)। ফরহাদ ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্রজনতার মিছিলে খন্দকার আমিনুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জন লোক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

অপরদিকে, ফরহাদ হোসাইন গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, ‘ওই পিতা-পুত্রকে পৃথক দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আমিনুল ইসলামকে মধুপুর থানায় ও ফরহাদ হোসাইনকে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝