রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে একযোগে পদত্যাগ করেছেন দলটির চার শীর্ষস্থানীয় নেতা। শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগী নেতারা হলেন—দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম। তারা সকলেই দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, “সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি দলীয় আদর্শ বিরোধী ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নের প্রতিচ্ছবি। এ কমিটি গঠনে স্থানীয় আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়া হয়েছে।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “ঘোষিত কমিটির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগপন্থী ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর আনিছুর রহমানকে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব দিয়ে বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন।”
লিখিত বক্তব্যে ফুলু আরও বলেন, “উলিপুরে বিএনপির রাজপথে দীর্ঘদিন যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের না রেখে সুবিধাভোগীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটি সুপরিকল্পিতভাবে ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করার ষড়যন্ত্র।”
পদত্যাগী নেতারা অবিলম্বে ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উলিপুর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।