এবার মূল ঘটনায় আসি
বাংলাদেশ খামার পার্ক প্রতিষ্ঠানে ১৩ মে ২০২৫
সন্ধ্যা সাতটায় প্রতিষ্ঠানের গেটে কলিং বেল বাজায় কেয়ারটেক এর গেটটি খুলে দেওয়ায় চাঁদাবাজ রাসেল তার সাথে থাকা সাঙ্গা পাঙ্গা বলে প্রতিষ্ঠানের মালিক কে বলে আমাদেরকে ২ লক্ষ টাকা চাঁদাদিতে হবে প্রতিষ্ঠানের মালিক বলেন আপনারা কারা আপনাদেরকে তো আমি চিনি না তারা বলে আমাদেরকে চিনতে হবে না এখানে প্রতিষ্ঠান চালাতে হইলে চাঁদা দিতে হবে একপর্যায়ে রাসেলের সাঙ্গা পাঙ্গারা লাঠি চুরি আমস দেখিয়ে তাদেরকে প্রাণের মেরে ফেলার ভয় বৃদ্ধি দেখাতে থাকে প্রতিষ্ঠানের মালিক কাজ থেকে ৬০০০০ টাকা জোরজবস্তি আদায় করে
পরে বলে আরো এক লক্ষ ৪০ হাজার টাকা রেডি রাখবেন আশে নিয়ে যাব।
রনজিৎ সরকার রাজ বাংলাদেশ বীরগঞ্জ প্রতিনিধি