1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

উলিপুরে ফ্যাসিস্ট পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল 

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিএনপির কালোপতাকা প্রদর্শন ও বিক্ষোভ।
ত্যাগীদের ডাক দে, হাইব্রিড দের কবর দে এই স্লোগানে কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক উলিপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিতে আওয়ামী দোসরদের পুনর্বাসন, ত্যাগী সংগ্রামী আন্দোলনকারী, কারানির্যাতিত দের কমিটি তে না রাখা এবং শিল্পপতি দের কাছে বিএনপির কমিটির বিক্রিসহ আহবায়ক কমিটি বাতিলের দাবীতে উলিপুরে বিএনপি কালোপতাকা প্রদর্শন ও বিক্ষোভ করেন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত তথাকথিত “ফ্যাসিস্ট পকেট কমিটি” ভেঙে দেওয়ার দাবিতে কালো পতাকা ব্যাচ ধারণ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।
সোমবার (০২:০০ ঘটিকায়) উলিপুর শহরের প্রধান সড়কে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মুখে মুখে স্লোগান দেন এবং ফ্যাসিস্ট কমিটি বাতিলের দাবি জানান। তারা অভিযোগ করেন, উপজেলা ও পৌর কমিটি জনগণের অংশগ্রহণ ছাড়াই দলীয় প্রভাব খাটিয়ে তৈরি করা হয়েছে, যা গণতন্ত্রবিরোধী। সমাবেশে বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত পৌর বিএনপির পদত্যাগকারী ১নং যুগ্ম আহবায়ক নুরে চ্ছাবা স্টার ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল। তারা বলেন- কমিটিতে ত্যাগী, কারানির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি কায়েম করে কমিটি করা হয়েছে। তারা আরো বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। এটা পকেট কমিটি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে নেতাকর্মীরা কারাভোগসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি দ্রুত বাতিল করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পদত্যাগকারী যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির পদত্যাগকারী যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মন্জু, পদত্যাগকারী সদস্য আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ প্রমুখ।

এর আগে গত ১৬ মে উলিপুর পৌরশহরের হাজী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে ফ্যাসিবাদী ও আওয়ামী সমর্থিত ও আওয়ামীলীগের দোষর জাতীয় পার্টি’র কর্মীদেরকে নিয়ে কমিটি গঠনের অভিযোগ করে তা বাতিলের দাবী জানিয়ে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির ৪ জন পদত্যাগ করেন। তারা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরে চ্ছাবা স্টার, যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু ও সদস্য আমিনুল ইসলাম। এ বিষয়ে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী বলেন, তাদের এসব অভিযোগ সঠিক নয়। বিগত দিনে আমি পৌর বিএনপির সভাপতি, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলাম। উলিপুরের মানুষ জানে দীর্ঘদিন ধরে কারা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। জেলা কমিটি ত্যাগীদের মূল্যায়ন করেছেন। কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, বিগত দিনে বিএনপির পদে থেকে অত্যাচারিত হয়ে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্বে দিয়েছেন বর্তমানে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। যারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি তারাই বির্তক সৃষ্টি করছে। এছাড়া যাকে জাতীয় পার্টির নেতা বলা হয়েছে উনি বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, যারা যোগ্য তাদেরকেই নেতৃত্বে আনা হয়েছে। টাকার বিনিময়ে কমিটি দেয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটা ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। যারা বলেছে তাদেরকেই বিষয়টি প্রমাণ করতে হবে। উলিপুরে বিবাদমান দুইটি গ্রুপ রয়েছে। মান অভিমান থাকবেই। উল্লেখ্য, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝