1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরে

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে
Oplus_131072

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।

শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হামিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি। তিনি বলেন,
“স্বেচ্ছাসেবক দল হচ্ছে জনগণের দল, যারা সবসময় জনগণের কল্যাণে কাজ করে। সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “র‌্যালি করার কারণে শহরে সাময়িক ভোগান্তি সৃষ্টি হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক তৌকির ইসলাম সেতু, উপজেলা সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন ও পৌর আহ্বায়ক রাঙ্গা জামান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাসুমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক তৌকির ইসলাম সেতু প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান রাঙ্গা, সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। পাশাপাশি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন কার্যক্রমও শুরু করে স্বেচ্ছাসেবক দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝