রনজিৎ সরকার রাজ ) ঃ দিনাজপুরের বীরগঞ্জে সোনালী অতীত অনুর্ধ ৪০ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় বীরগঞ্জ সোনালী অতিত ২-১ গোলে পঞ্চগড় সোনালী অতিতকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলাটি গোলশুন্য ড্র হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। গতকাল একই মাঠে রংপুর ভেটারেন্ট এফসি ট্রাইবেকারে ৩-২ গোলে দিনাজপুর সোনালী অতীতকে পরাজিত করে। বীরগঞ্জ সোনালী অতীতের আয়োজনে টুর্নামেন্টে ৪ টি ফুটবল দল অংশগ্রহণ করছে, বীরগঞ্জ সোনালী অতীত টুর্নামেন্টের আয়োজনে করছে। আগামী ২১ জুন একই মাঠে ফাইনাল খেলায় রংপুর ভেটারেন্ট এফসি বীরগঞ্জ সোনালী অতীত মুখোমুখি হবে।
(রনজিৎ সরকার রাজ )
উপজেলা সংবাদদাতা বীরগঞ্জ দিনাজপুর
তাং ১৪.০৬.২০২৩ ইং