মোঃ সারোয়ার হোসেন অপু,বিশেষ প্রতিনিধি
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া গরীব দুঃখীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ চাল গত ১৩ জুন বিতরণে করছিলেন সকাল ১০ টা থেকে টানা ২ টা পর্যন্ত।খাওয়ার বিরতির পর বৈকাল সাড়ে ৩ টায় সাধারণ কার্ড ধারীদের উপস্থিতি কম ছিল। ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে মুরগির ফিডের বস্তা ভর্তি চাল কতিপয় ব্যাক্তি পিঠে করে বারংবার বহন করে নিয়ে যাচ্ছিল।এমন সময় দৈনিক ইনকিলাব ও দৈনিক অপরাধ অনুসন্ধান বদলগাছী উপজেলা প্রতিনিধি ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম ভিডিও ধারন করছিলেন।
বিষয়টি চেয়ারম্যান ফিরোজ হোসেনের নজরে পড়লে চেয়ারম্যান প্রথমে বলে কোন সাংবাদিক নিউজ করলে তাকে ধরে এনে টাঙ্গে পিঠের চামড়া তুলে দিবো। আমি বললাম কোন সাংবাদিক মানে তখন সে বলে চাল ৪ বালতি নাও।আমি বললাম ঐ চাল আমি কেন নিবো।তিনি আবার বলেন তাহলে কি নিউজ করবে, আমি বললাম নিউজ হতে পারে। তখন ক্ষিপ্ত হয়ে জুতা খুলে মারতে চান,এবং বলে সাওয়ার বেটারা সাংবাদিক হয়েছে। ২১২২জন উপকারভোগীর তালিকা থাকলে ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসী মাসুদ রানা, সোহেল, আলম সহ কয়েক জন জানান সাড়ে ৮ কেজি থেকে ৯ কেজি পর্যন্ত চাল বিতরণ সহ বস্তা বস্তা চাল যাচ্ছিল বিক্রির স্থানে। সেটা সাংবাদিক ভিডিও করবে এটাই স্বাভাবিক।এতে দোষের কিছু হতে পারেনা।
যুববান্ধব নেতা আতিকের কাছে জানতে চাইলে তিনি বলেন জন প্রতিনিধিদের দোষ গুণ তুলে ধরাই সাংবাদিকদের কাজ।সেটি সাংবাদিকদের দোষ না তাদের নৈতিকতা।
ইউনিয়ন পরিষদের সচিব নাহিদ আক্তার, সহকারী সচিব আনোয়ার হোসেন বলেন বিষয় টি দুঃখ জনক, চেয়ারম্যান বিষয় টি ভুল করেছেন। ইউনিয়ন পরিষদের সামনে সার ব্যবসায়ী ফাইন জানান চালের বস্তুার ভিডিও ধারনের দোষ ধরে চেয়ারম্যান সাংবাদিক কে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ পায়ের জুতা দিয়ে মারতে যান আমার দোকানের সামনে।
এবিষয়ে মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে মোবাইল ফোনে জানতে বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন বারংবার ফোন দিলে চেয়ারম্যান ফোন রিসিভ করেন না।
এ বিষয়ে বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন ফোনে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
ট্যাগ অফিসার প্রেমকুমারের মোবাইল ফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন আমি উপস্থিত ছিলাম না, ঘটনা ঘটে থাকলে দুঃখ জনক, তবে সচিবের কাছে জেনে বলব।
উক্ত বিষয়ে মিঠাপুর ইউপির চেয়ারম্যান ফিরোজ হোসেনের ০১৭১৩-৭৪৮৭৩৬ মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তার মুঠোফোনটি রিসিভ করেন নি।