1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

সাভার মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা মানুষদের দায়িত্ব নিলেন এমপি সাইফুল ইসলাম

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

মোঃমনির মন্ডল,সাভারঃ সাভারে মিল্টন সমাদ্দারের আলোচিত চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে থাকা শিশু ও বয়স্কসহ প্রায় দেড় শতাধিক মানুষের চিকিৎসাসহ নানা দায়িত্ব নিলেন ঢাকা-১৯ আসনের এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম।

রবিবার (১৬ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের উদ্যোগে সাভারের বিরুলিয়ায় আশ্রমটিতে বিশ্ব বাবা দিবস পালন ও ঈদুল আযহা উপলক্ষ্যে আশ্রমে থাকা শিশু ও বৃদ্ধদের প্রধানমন্ত্রীর উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ঈদের নতুন পোশাকের ব্যবস্থার পাশাপাশি ঈদের খাদ্য সামগ্রীও তুলে দেন এমপি।

এসময় স্থানীয় এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম তার ব্যক্তিগত আর্থিক অনুদানে আশ্রমে নিয়মিত একজন চিকিৎসক ও দুই নার্স নিয়োজিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সরকারি বরাদ্ধ না আসা পর্যন্ত আশ্রমের জরুরী প্রয়োজনীয় বিষয়েও ব্যয়ভার বহন করবেন তিনি।

৬ তলা ভবনের আশ্রমটিতে বর্তমানে ৩৩ জন শিশু, বৃদ্ধ ও বৃদ্ধা ১১২ জন ও স্টাফসহ ২১৭ জন বসবাস করছেন। এরআগে সাভারের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে থাকা প্রায় সাড়ে ৪ শত পরিবারদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেন এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ,আশ্রমের প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান ও আশুলিয়া সার্কেলের এসিল্যান্ড আশরাফুর রহমান,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজামালসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার পর গত ২৯ মে আশ্রমটিতে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশাসক নিযুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝