মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি
গৌরীপুরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। ঈদের পূর্বে সর্বস্তরের জনগণের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। গৌরীপুর এমপি মহোদয়ের বাসায় গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের ঢল।
ক্রাইম নিউজ ২৪ কে দেওয়া সাক্ষাৎকারে এডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, “আমার প্রিয় গৌরীপুরবাসী আপনাদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে ঈদ পালন করছেন, নিরাপদে ঈদ উৎযাপন করুন। আমার ৩ টি মা, ১ম জন যিনি আমাকে জন্ম দিয়েছেন। ২য় জন জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাকে নতুন জন্ম দিয়ে এই গৌরীপুরে পাঠিয়েছে। আর অন্যজন আমার গৌরীপুর। আমার মাকে (গৌরীপুর) সুরক্ষিত রাখতে আমি সবসময় চেষ্টা করে যাবো। এই পবিত্র দিনে আপনাদের কাছে আমার চাওয়া, আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনাদের নিয়েই এই গৌরীপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।”
নিলুফার আনজুম পপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। উনার স্বামী প্রয়াত শাকিল আহমেদ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন।