লায়ন রাকেশ কুমার ঘোষ
(স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরে ডুবে তাইফ নামে সাত বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে
নিহত তাইফ উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের দুবাই প্রবাসী জায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়তো।
জানা যায়, তাইফকে নিয়ে তার মা ঘুমিয়েছিলেন। সকালে কখন সে ঘুম থেকে উঠে যায় টের পায়নি মা। ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে খুঁজতে থাকেন। সকাল ৯টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তাইফের মা গিয়ে ছেলেকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে মা। বার বার কান্নায় ভেঙে পড়ছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৭/৬/২০২৪ ইং