মো: রবিউল ইসলাম
গাইবান্ধার সাঘাটায় সিরাজুল ইসলাম (২০) নামের এক বন্ধুর বিশেষ অঙ্গ কেটে দিয়ে নিজের অঙ্গ হারালেন বেলাল হোসেন (২২) নামের এক যুবক।
এ ঘটনায় আহত ২ বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে। আহত সিরাজুল উপজেলার সুজালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ও বেলাল হোসেন একই গ্রামের মফিজল হক মফির ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, বেলালের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলে আসছিল। এরই মধ্যে বেলালের খালাতো বোনের সঙ্গে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি বেলাল জানতে পেরে গোপনে ক্ষুব্ধ হয়ে উঠেন। এরই একপর্যায়ে সিরাজুলকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নেন বেলাল। তারপর ঘরে নিয়ে সিরাজুলের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। এ অবস্থায় গুরুতর আহত সিরাজুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বেলাল হোসেন বাড়ি থেকে পালিয়ে গেলে বিকেলের দিকে কামালের পাড়া ইউনিয়নের মাটেলের বিল নামক স্থানে গলা, পেটে ও লিঙ্গ কাটা যখম অবস্থায় বেলালকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বর্তমানে উভয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ওসি মততাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।