পটুয়াখালী জেলা প্রতিনিধি,
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের অপসারণের দাবি জানিয়ে মানবন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। ২০জুন,বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার দেউলী বাজারে কালী বাড়ি মোড়ে কয়েকশত লোক সারি বেঁধে দাঁড়িয়ে এ দাবি জানায়। এ সময় তাঁদের প্রায় প্রত্যেকের হাতে ছিল ব্যানার,ফেস্টুন,প্লাকার্ড।
মানববন্ধনে বক্তব্য দেন দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান খান, অক্সফোর্ড কে জি স্কুলের চেয়ারম্যান শফিকুল ইসলাম,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য জাকির হোসেন খান, মোতালেব মৃধা, বাবু শিকদার, প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন প্রমুখ।
প্রধান শিক্ষক আব্দুস সালামের বিরূদ্ধে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন অনেক অভিযোগ তুলে বলেন, তাঁর হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি স্বেচ্ছাচারিতা, অনিয়মের পাশাপাশি নানাবিধভাবে শিক্ষার্থীদের হয়রানি করছেন।
শাওন আরো বলেন,আমাদের একটা দাবি,সেটা হচ্ছে আব্দুস সালামের অপসারণ ও শাস্তি।
দেউলী পল্লী মঙ্গল মাধ্যামিক বিদ্যালয়টি ৫০ বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যার সুনাম বিনষ্ট করছে প্রধান শিক্ষক আব্দুস সালাম এমন দাবি করে বিদ্যালয়ের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান বলেন, আব্দুস সালামের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে বিদ্যালয় আজ ধ্বংসের মুখে পতিত। তাঁর স্বেচ্ছাচারিতার মাত্রা এতোটা ভয়ংকর যে তিনি বিদ্যালয়ের কাউকে না জানিয়ে সম্প্রতি গোপনে একটি কমিটি গঠন করেছেন। যে কমিটিতে জমিদাতাসহ স্থানীয় কাউকে রাখেননি। তিনি জোরালোভাবে এর প্রতিবাদ জানান।