1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ভারী বৃষ্টিতে ডলু খালের ভাঙ্গন,আতঙ্কে হাজার হাজার মানুষ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

বেলাল উদ্দিন লোহাগাড়া প্রতিনিধি ( দক্ষিণ চট্টগ্রাম )

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সরদানী পাড়ায় ডলু খালের পাড় ঘেঁষা সড়কে ভাঙন দেখা দিয়েছে । ভাঙনের কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের ।রোববার ( ৩০জুন ) সকালে সরেজমিন গিয়ে দেখা যায় , ডলু খালের পাড় ঘেঁষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের সরদানী পাড়ায় ভাঙন দেখা দিয়েছে । চলমান বর্ষণে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে ডলু খালের পানি ঢুকে গ্রাম প্লাবিত হতে পারে বলে আশংকা করেছেন স্থানীয়রা ।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন প্রতিনিধিকে বলেন , ডলু খালের বিভিন্ন স্থানে ভাঙনের ফলে খাল ঘেঁষা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । খাল ঘেঁষা এ সড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া , সিপাহী পাড়া ও মছদিয়া বড়ুয়া পাড়ার ২-৩ হাজার মানুষ ও স্কুল – মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন ।

তিনি আরও বলেন , চলমান বর্ষণে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে পানি ঢুকে প্লাবিত তিনি আরও বলেন , চলমান বর্ষণে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে পানি ঢুকে প্লাবিত হতে পারে গ্রাম । বিলীন হয়ে যেতে পারে অনেকের বসতঘর । তাই ডলুর ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রতিনিধিকে বলেন , সরদানী পাড়ায় ডলু খালের ভাঙন পরিদর্শন করেছি । ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলেও জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝