1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

[ক]নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলা হয়েছে বলে অভিযোগ করেন। এসময় প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম রবির গ্রুপের ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ভাটি বদরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

[খ]স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ওরফে রবি গ্রুপ ও বেনজির আহমেদ ওরফে বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মাঝে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ককটেল বিস্ফোরণ, গুলি ও দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেনু মেম্বার গ্রুপের একাধিক মামলার আসামী ব্যাঙ্গা বাড়ির শামিম র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হন তিনি। এরই জের ধরে আজ রবিবার দুপুরে শামিম, রাহাদ, গোলজার (মেম্বার), বেনু মেম্বার দেলোয়ার হোসেন, জয়নাল, নাছির উদ্দীন, খোরশেদ মিয়া এর নেতৃত্বে এ হামালা চালানো হয়। এসময় হামলাকারীরা রামদা, চাপাতি, কুড়াল, পাইপ, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মফিজুল, আশরাফুল ও রোখসানার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীদের নির্বিত্ত করার চেষ্টা করলে আবু তাহের, শফিকুল ইসলাম অদুদ মিয়া, ও তাইজুল ইসলাম গুরুত্বর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[গ]পশ্চিমপাড়ার মোল্লা বাড়ির পারুল বলেন, ঈদগা সহ তিন জায়গায় ২০/২৫ জন পুলিশ বসে রয়েছেন। আমি দৌড়ে গিয়ে পুলিশেকে গিয়ে হামলার ঘটনা বলি। তারা আমাকে বলে ওইখানে গিয়ে বলেন। পরে আমি ওইখানে গিয়ে বললে তারা আমাকে বলে এখানে বসেন একঘন্টা পর যাবো। পরে আমি তাদের পায়ে ধরে বলি একঘন্টা পর গেলে তারা সবশেষ করে দিবো। তারপরও পুলিশ আসে নাই।

[ঘ]এবিষয়ে জানতে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুলের মুঠোফোনে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন, ভাংচুরের কোনো ঘটনা ঘটে নাই। আমি মাত্র ওইখান থেকে এসে বাইরে খাওয়া-দাওয়া করতে আসছি। পুলিশ আছে ওইখানে। গতকাল থেকে আমরা এখানে আছি।
[ঙ]রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌছেছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা অবস্থায় রোববার বেলা ৪ টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝