স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি ঢল নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এদিকে ভারি বর্ষণের ফলে খোয়াই ও সুতাং নদীর পানি বেড়ে চুনারুঘাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে
ভারি বর্ষণের কারণে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে অতিরিক্ত ভাড় বর্ষণের রুপা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে
গাজীপুর, আহম্মদাবাদ, মিরাশি, রানীগাঁও, সাটিয়াজুরী পাইকপাড়া তবে সবচেয়ে বেশি কতিগ্রস্ত হচ্ছে শানখলা ইউনিয়ন এ ইউনিয়নেপ্রায় কয়শো বাড়িঘরে পানি ঢুকেছে। রুপা আমন ধানের জমি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে কৃষক দিশেহারা অনেক রাস্তা ঘাট পানিতে তলিয়ে গেছে দুর্ভোগে পড়ছে মানুষ ২০আগস্ট দুপুরে খোয়াই নদীর চুনারুঘাট ব্রীজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হয়।
এছাড়া সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। নদীর বাঁধ না থাকায় ৪/৫ নং ইউনিয়নের কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্ত হয় পাহাড়ের ঢলের পানি নদী সামাল দিতে না পারায় জমিনে উউঠে পড়ে পানি চুনারুঘাটের প্রায় ১০হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারি বর্ষণ হওয়ার কারণে চুনারুঘাট এলাকায় খোয়াই, সুতাং নদীর পানি বাড়ছে। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে