বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেনাপোল-যশোর থেকে বরিশাল বা বরিশাল থেকে বেনাপোল-যশোর যাতায়াতের জন্য ভাড়া কমেছে ২৫ শতাংশ।একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক সভাপতি জয়নাল আবেদীন,সম্পাদক আসিব হাসান ও বর্তমান সভাপতি নওরিন নূর তিষা,সম্পাদক তাসিন হাসানের স্বাক্ষরিত আবেদনের পরিপ্রেক্ষিতে এটি গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্তে বলা হয়,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও পরিবহন মালিকদের সম্মতিক্রমে আগামী ২০ আগস্ট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকলাদার, জি এম, এম এম পরিবহনে বরিশাল-যশোর-বরিশাল রুটে ৩৭০ টাকা যা ছিলো ৫০০ এবং বরিশাল-বেনাপোল-বরিশাল রুটে ৪০০ টাকা ভাড়া নির্ধারন করা হইয়াছে। আগামীকাল থেকে উক্ত ভাড়া কার্যকর করা হইবে।তবে অবশ্যই কাউন্টারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড দেখাতে হবে।
ববিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নওরিন নূর তিষা জানান, যশোরে অবস্থানরত যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত করে তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা আবেদন করি।যেহেতু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তাই আবেদন করেছি।যৌক্তিক ভাড়া কমানোর ব্যাপারে সবাই একমত।আমরা শিক্ষার্থীরা বাস মালিক সমিতির সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।