গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজমুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাজমুল ওই এলাকার আলহাজ্ব আব্দুল খালেকের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তাজমুল তার আমন ধানের জমিতে সেচ দেওয়ার জন্য সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে সুইচ অন করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুই ঘণ্টা পর খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ গোলাম রসুলকে ডেকে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই বীরগঞ্জ থানার এস আই সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল রির্পোট তৈরি করেন। এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক তাজমুল ইসলামের মৃত্যুর বিষয়ে তার বড় ভাই আব্দুর সাত্তার থানায় অবগত করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।