1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগে  মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভোলাহাট উপজেলার খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্ণিং কমিটির সাবেক সভাপতি কায়সার আহমেদ কচির নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সকাল  ১১ টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে বিগত সরকারের আমলে থাকা গভর্ণিং কমিটির সভাপতি ও সাবেক সাংসদ আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএ) কায়সার আহমেদ কচির দূর্নীতি ও অপকর্মের বিষয়ে বক্তারা বলেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন কায়সার আহমেদ কচি। বিগত সরকারের আমলে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আসা বিশাল পরিমান অর্থ লোপাট ও নিয়োগ বানিজ্য করে মাদ্রাসার উন্নয়নতো দূরের কথা নিজের উন্নয়নে ন্যস্ত করেছেন। আর তাই তার হেফাজতে থাকা মাদ্রাসার সমুদয় অর্থ ফেরতসহ তার কঠোর শাস্তি দাবী করেন এলাকাবাসী।

মানববন্ধনে মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের খালেআলমপুর ওয়ার্ডের মেম্বার  আব্দুর রাকিব  গ্রামবাসীর পক্ষে  রহমতুল্লাহ, বিলুপ্ত কমিটির সদস্য মিজানুর রহমান, নূর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ আলী, সাবেক ইউপি সদস্য ঈমানুর রহমান প্রমুখ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধন শেষে মাদ্রাসা গেট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝