ময়মনসিংহ স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার অফিসে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। শুধু সরকারি ফি প্রদানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে সকল প্রকার দলিল। মাইকে সকলকে বার বার বলা হচ্ছে সরকারি ফি ব্যাতীত কাওকে কোন প্রকার টাকা না দেওয়ার এবং দালাল থেকে সাবধান থাকার জন্য। ফলে স্বস্তি এসেছে দাতা, গ্রহিতা ও সেবা নিতে আসা সদর বাসির মাঝে। দেখা যায় সরকারি ফি হিসেবে নেওয়া হচ্ছে হেবা দলিলের জন্য ৮০০/- টাকা,অসিয়তের জন্য ৯০০/-টাকা,কাওলা ৩৬০/-টাকা,বন্দকী ৩৬০/-টাকা, পাওয়ার ৮০০/-টাকা, ফেরত ৮০০/-টাকা, বাতিল ৮০০/-টাকা। নেই দালালদের দৌরাত্ব। ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন মানুষ যাতে হয়রানির শিকার ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য মাইকে সতর্ক করা হচ্ছে। পরামর্শ দেওয়া হচ্ছে দালাল থেকে সাবধান থাকার। অফিসের সকল দলিল সরকারি ফির মাধ্যমে সম্পাদন করা হচ্ছে। সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন আমি আপনাদের মাধ্যমে সদর বাসির উদ্দেশ্য বলতে চাই অফিসের কেউ যদি সরকারি ফি ব্যাতীত টাকা দাবি করে তাহলে আমাকে অবহিত করার জন্য।আমি ময়মনসিংহ সাব রেজিস্ট্রার অফিসকে একটি দালাল মুক্ত, পরিচ্ছন্ন ও দূর্নীতি মুক্ত সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।