1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মতবিনিময় করেন ডিআইজি আলমগীর রহমান রেঞ্জ রাজশাহী

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

আশিকুর ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিগতদিনে সবদোষ কি পুলিশেরই ছিল আর কেউ কিছু করেনি আপনারা সবাই আইনের কথা বললেন, শুধু পুলিশকে আইন মেনে চলার কথা বললেন, দেশে আর কোন বাহিনী ছিলনা তারা কিছু করেনি, দেশে ২৯ টা ক্যাডার সার্ভিস রয়েছে তাদের কোন দায়িত্ব ছিলনা সব দায়ভার এখন পুলিশের, আর পুলিশ আইন মেনে চলবে এজন্য অনেক আইন আছে, পুলিশ আইন মেনে চলার জন্য ২০০৭ সাল থেকে পুলিশ কমিশন গঠন করার অনেক চেষ্টা করেছে, তবে শুধু পুলিশ আইন মেনে চললেই হবে না, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনের শাসন মেনে চলতে হবে এমন মন্তব্য করে বুধবার বিকেলে ১১ই সেপ্টেম্বর বেলকুচি থানা চত্বরে এক মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক ডিআইজি আলমগীর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান,
সহকারী পুলিশ সুপার অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল মোঃ রাফিউর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, তদন্ত ওসি আব্দুল বারিক, উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, ছাত্র সমন্বয়ক সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝