1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় জোরপূর্বক জমি দখল করে গাছ কর্তন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আদালতে বাটোয়ারা মামলা চলমান থাকা অবস্থায় ক্ষমতার জোর দেখিয়ে এক কৃষকের জমি দখলের চেষ্টা করে ৬০ টি ইউক্যালপ্টাস এবং ১০ টি আম গাছ ও ছয়টি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া উঠেছে

গত মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্হানীয়রা জানান, ভীমপুর গ্রামের মোঃ শফির উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলামের (৪৫) ওয়ারিশ সূত্রে জমি ভোগ দখল করে আসছেন, জমিতে ফলজ এবং বিভিন্ন প্রকার বনজ গাছ রোপন করে বাগান করেন।

এ বিষয়ে মোঃ জাহিদুল ইসলাম জানান, “গত ৬ আগস্ট পুলিশ বাহিনী কর্ম বিরতিতে থাকার সুযোগে হঠাৎ করে একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ আব্দুস সালাম (৪০) এর নেতৃত্বে জোবায়ের হোসেন বাইল্লা (২৮) খাইরুল ইসলাম (৩২) আইয়ুব হোসেন দিপু (২৫) আলতাব হোসেন (৫৫) মোহাম্মদ মাজেদ হোসেন (৫৭) সহ ১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখল এবং জমিতে থাকা ইউক্যালিপটাস গাছ , আমের গাছ ও মেহগনি গাছ কেটে ফেলেন এবং আমার জমি দখল নেওয়ার চেষ্টা করেন। উক্ত জমিতে নওগাঁ আদালতে ফৌজদারি ও বাটোয়ারা মামলা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা আদালতের রায় উপেক্ষা করে তারা জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করেন এবং এ ব্যাপারে কোন আইনী পদক্ষেপ নিতে চাইলে হত্যার হুমকি দেয়।
আমার লাগানো জমিতে থাকা গাছগুলোর বর্তমান মূল্য ১ লক্ষ ৮৭ হাজার টাকা।”

মামলার সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাহিদুল ইসলাম (৪৫) বাদী হয়ে ৬ই আগস্ট মঙ্গলবার ২০২৪ ইং তারিখে উক্ত জমিতে এসে প্রাণনাশের হুমকি দিয়ে বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি সোটা নিয়ে জমি দখল এবং গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করে।
মোঃ আব্দুস সালাম (৪০) এর নেতৃত্বে জোবায়ের হোসেন বাইল্লা (২৮) খাইরুল ইসলাম (৩২) আইয়ুব হোসেন দিপু (২৫) আলতাব হোসেন (৫৫) মো:মাজেদ হোসেন (৫৭) ১২ জনসহ অজ্ঞাতনামা ৪৫/৫০ কে আসামি করে নওগা বিজ্ঞ ৩ নম্বর মহাদেবপুর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

মামলাটি সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝