1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

বরিশাল সিটির অধিকাংশ সড়ক বেহাল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ মামুন খান বরিশাল বিভাগীয় প্রতিনিধি

বরিশাল নগরীর অধিকাংশ সড়ক ক্রমশ যান চলাচলসহ ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি করছে। সংস্কার কিংবা রক্ষণাবেক্ষণে দীর্ঘদিনের উদাসীনতা এবং প্রবল বর্ষণে নগরীর অনেক সড়কের বেহাল দশা। এসব সড়কের সংস্কার কাজ তো দূরের কথা জরুরি রক্ষণাবেক্ষণেও নেই কোনো পদক্ষেপ।
এতে করে নগরবাসীর ভোগান্তি বাড়ছে বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান নগর পরিষদ দায়িত্ব গ্রহণের দিন কয়েক আগেই বরিশাল মহানগরীর সড়ক ও ড্রেনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় আটশ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে একনেক।

সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের সময়ে প্রকল্পটির অর্থ প্রাপ্তি সাপেক্ষ ৩২২ কোটি টাকা ব্যয় সম্বলিত ১৬৫টি রাস্তার পুনর্নির্মাণ, সংস্কার ও উন্নয়ন এবং ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণে দরপত্র আহ্বান করে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হওয়ায় সিটি মেয়রকে অপসারণ করার পর নগরীর অধিকাংশ উন্নয়নমূলক কাজ থমকে যায়। যে কারণে জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

২২ নম্বর ওয়ার্ডের রাজকুমার ঘোষ সড়কটির পরস্থিতি এখন সব বর্ণনার বাহিরে। মাত্র সাড়ে তিনশ’ মিটারের এ সড়কটিতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভাগীয় পণ্যাগার ছাড়াও অসংখ্য পরিবারের বসবাস। কিন্তু বিগত দুইটি নগর পরিষদ এ সড়কটির উন্নয়ন তো দূরের কথা, মেরামত ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত করেনি।
এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার বলেন, রাজকুমার ঘোষ সড়কের পরিপূর্ণ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে খুব শীঘ্রই জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝