1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পিসিভি-পিএনএস প্রকল্পের আওতায় ১নং চেহেলগাজী ইউনিয়নের আদিবাসী খাটাংপাড়া গীর্জা মাঠ প্রাঙ্গণে শ্রমজীবী শিশু পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহনে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গুঞ্জাবাড়ী ভিডিসি’র সভাপতি ও জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) কাজল কুমার দে বলেন, ওয়ার্ল্ড ভিশন সবসময় শিশুদের নিয়ে কাজ করে এবং শিশুদের স্বপ্ন পূরণ করার জন্য সহযোগিতা দিয়ে আসছে। ঝূঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে এবং তাদের পড়াশুনায় সম্পৃক্ত করতে ও শিশুদের অভিভাবকদের স্বাবলম্ভি করতে বকনা বাছুর যথেষ্ট অবদান রাখবে। প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া বলেন, শুধু গরু নিলেই হবে না। তাকে সুস্থ সবলভাবে পালন করতে হবে। যে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে চিকিৎসা নিতে হবে। মনে রাখবেন একটি বকনা বাছুর দিয়ে ভবিষ্যতে ১০টি গরু হতে পারে এবং আপনাদের ভাগ্যে উন্নয়ন ঘটতে পারে যা এই প্রজেক্টের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন সহযোগিতা করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে আকরাম হোসেন বাবলু বলেন, ঝূঁকিপূর্ণ শিশুশ্রম থেকে আপনার সন্তানকে ফিরিয়ে এনে স্কুল মুখী করতে এই বকনা বাছুর প্রদান করা হচ্ছে। আসুন সবাই মিলে শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝