মোঃ আতাউর রহমান
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবেলিটি অফ বাংলাদেশ (ইয়েস বাংলাদেশ) প্রায় ১২’শ ফলজ, বনজ ও ফুলের গাছ বিতরন ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।
ইয়েস বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় বিভাগ ভিত্তিক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৬০০ গাছ বিতরন করা হয়।
বক্তারা বলেন, গ্ৰীন হাউস ইফেক্ট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন। আরো বলেন, মানুষ বাড়ছে অক্সিজেনের চাহিদা বাড়ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজন মেটাতে গাছের চাহিদা বাড়ছে। তাই চাহিদা পূরণে প্রত্যেককে গাছ লাগাতে হবে।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক জান্নাতুল মাওয়া, সহ-সভাপতি তাসনিয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ তাকরিবা তানিম, সাধারন সদস্য শাহানা সাদিয়া চৌধুরী ও ফাহমিদা সরকার আঁচল।