মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশন এর শুভ সূচনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ অক্টোবর ) বিকেল ৩টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরে এমপি ভিলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তামান্না ফারুক থিমা’র আয়োজনে শুভ সূচনা’র আনুষ্ঠানিক পদযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাহেব উদ্দিন রাসেল ও মহিন উদ্দিন।
শুভ সূচনা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব গোলাম মাওলা বাবু,মুক্তিযোদ্ধা আবু তাহের, সেনবাগ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশন এর শুভ সূচনা উপলক্ষে নোয়াখালী-২ ( সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রতিটিতে ৫৫টি করে মোট ৭১৫টি ছাগল গরিব অসহায়দের মাঝে বিতরণের মধ্য দিয়ে জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশন এর পদযাত্রার শুভ সূচনা শুরু করা হয়েছে। প্রকাশ, উক্ত ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোঃ ইলিয়াস ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।
এসময় নোয়াখালী-২ ( সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।