1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট এবং পরবর্তী দুই অর্থবছরের প্রক্ষেপণ বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা ০৬ অক্টোবর রবিবার বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। মতবিনিময় সভায় বার্ষিক বাজেটের বিভিন্ন খাতের অঙ্গভিত্তিক ব্যয় তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ।ঐ সভায় শিক্ষকদের জন্য টিচিং এ্যাসিস্ট্যান্স (টিএ) ভাতা, মাস্টার্স শিক্ষার্থীদের গবেষণা অনুদানের সংখ্যা বৃদ্ধি, আবাসিক হলগুলোর বিদ্যুৎ বিল আবাসিক হিসেবে প্রদান, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ও ক্লাবসমূহকে বিভিন্ন অনুষ্ঠান বাবদ বার্ষিক অনুদান প্রদানের জন্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে তহবিল প্রদান এবং ফিল্ড ল্যাবের মেইনটেন্যান্স বাবদ অর্থ প্রদান, উন্নয়ন বাজেটে ইক্যুইপমেন্ট বাবদ থাকা অর্থের যথাযথ ব্যবহারসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রফেসর ড. মো. রেজাউল করিম বার্ষিক বাজেটে উল্লিখিত বিষয়গুলো কিভাবে যুক্ত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে বার্ষিক বাজেটে কোনো দিক বাদ পড়েছে কি না সে বিষয়েও নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিনিয়র শিক্ষকদের নিয়ে বাজেট সংক্রান্ত এ রকম একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য প্রফেসর ড. মো. রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানান। উক্ত মতবিনিময় সভায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইমদাদুল হক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ অর্থ ও হিসাব বিভাগের বাজেট শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝