1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

কালিগঞ্জে ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের নামে অপপ্রচার, থানায় দুই জিডি।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

 

মো: আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি খুলে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তমূলক পোস্ট শেয়ারের অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও কুশুলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল আলম এবং কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান থানায় পৃথক জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হাইব্রিড নেতা’, ২৪ সেপ্টেম্বর তারিখ সকাল ১০ টার দিকে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং অৎরভ চধৎ নামক আইডি থেকে আপত্তিকর ছবি আপলোড করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দের নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা লিখে পোস্ট করে অপপ্রচার চালায়। এর ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপকভাবে মানহানি ঘটছে বলে জিডিতে উল্লেখ করেছেন বিএনপি নেতা শেখ খায়রুল আলম।

অপরদিকে, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান জিডিতে জানান, গত ২৬ সেপ্টেম্বর তারিখ বিকেল ৪ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক একটি ফেসবুক আইডি খুলে সেখানে তার ছবি আপলোড করে দেশের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রকার পোস্ট আপলোড করতে থাকে। ‘স্বাধীনতার বাংলাদেশ’ নামক আইডি থেকে ভবিষ্যতে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় পোস্ট করে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে হয়রানি করতে পারে সে আশংকায় থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতা শেখ আব্দুর রহমান।

ফেসবুকে একাধিক আইডি খুলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জনপ্রিয় নেতাদের নামে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালানোর ঘটনায় দলটির সর্বস্তরের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহিৃত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।

মোঃ আলাউদ্দীন,
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
০১৯৩১৯৬১৭০৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝