হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির চার সদস্য বিশিষ্ট মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি নিয়ে,কেন্দ্রীয় দপ্তরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন।
চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এসময়
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি সাম্মি আক্তার
সেখানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক গণ তাদের মতামত দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে।
তাদের দাবি দীর্ঘ কয়েক বছর আগে কাউন্সিলের মাধ্যমে চুনারুঘাট উপজেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ সভাপতি,সাধারণ সম্পাদক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।।
পরবর্তীতে রহস্য জনক কারণে সেই কমিটি আর পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নেয়নি ইতিমধ্যে কমিটির মেয়াদ শেষ গেছে
ব্যাক্তিগত কারণ দেখিয়ে কমিটির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান পদত্যাগ করেন। অবশিষ্ট চার সদস্য এখন দায়িত্বে বহাল আছেন।
এমতাবস্থায় দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এবং কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।। তাই তাদের দাবি দ্রুত মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আহব্বায়ক কমিটি গঠন করলে দলীয় কার্যক্রম চাঙ্গা হবে।
সিনিয়র যুগ্ম মহাসচিব তাদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।