1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

খুলনা-৬ সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

 

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক এমপি রশীদুজ্জামানকে থানা হেফাজতে রেখে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম।
২৩ অক্টোবর বুধবার বেলা ১১ টায় রিমান্ড শুনানির জন্য রশীদুজ্জামানকে আদালতে আনা হয়।
এ সময় জামায়াত-বিএনপি ও আওয়ামীলীগপন্থী আইনজীবীরা রিমান্ড শুনানিতে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করলে দীর্ঘ শুনানির পরে বিজ্ঞ বিচারক পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের পুত্র বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান মামলাটি করেছেন। মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। উক্ত মামলায় গত ১৬ অক্টোবর পটুয়াখালীতে নিজের মেয়ের বাসা থেকে রশীদুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়েব হোসেন নুর বলেন, ২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়। ঘটনার সময় রশীদুজ্জামান এমপি ছিলেননা। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার নামে মামলা করে তাকে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি ন্যায়বিচার পাবেন।
মামলার এজাহারকারীর পক্ষে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামি রশীদুজ্জামানের ৭ দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তিতর্ক শুনে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি, ৩ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
এ দিকে এমপি রশীদুজ্জামানের রিমান্ড শুনানির কারণে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করে থানা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝