1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে বথুয়াদী গ্রামে সীমানা বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ ।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর ২৪) সকালে বথুয়াদী গ্রামের আবদুল মতিন গং ও সাদেক গংদের পরিবারের মধ্যে সীমানার বিরোধ নিয়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আবদুল মতিন ও সাদেক এর মধ্যে সীমানা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এর আগে চাঁদাবাজির অভিযোগ এনে মতিন গংদের বিরুদ্ধে মামলা করে সাদেক গং ।

সোমবার সকাল আটটার দিকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করার জন্য বসলেও মিমাংসা হয়নি। পরে সমাজ প্রধানরা চলে গেলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। ছাদেক মিয়ার স্ত্রী মোসলেমা বেগম ও আজিজুল প্রতিবেদককে জানান, মতিন ও তার লোকজন আজ সকালে । আমাদের গালিগালাজ করে ,এবং আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করলে । আমরা তা দিতে অস্বীকার করিলে, তারা আমাদের বাড়িতে ভাংচুর করে । আমাদের সাতজনকে আহত করে।তাদের লোকজন বেশি এবং তাদের ভয়ে মানুষ কথা বলার সাহস পায় না। আইনের আওতায় মতিন গংদের বিচার দাবি করেন।

দুই পক্ষই তাদের লোকজনই সংঘর্ষে আহত হয়েছে বলে জানা যায়। সাদেক এর পক্ষের আজিজুল জানান- আমাদের সাত জন আহত হয়েছে। এবং তার মধ্যে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে (১)আলামিন (২)নাজিমুদ্দিন (৩)সাদেক ও জামানের স্ত্রী। বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে মতিনের পক্ষে দুলাল মিয়া জানান। তাদের ও দুইজন গুরুতর আহত হয়েছে।নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিষয়টি জানতে নরসিংদী সদর হাসপাতালের আর এম ও ডাক্তার মোহাম্মদ মাহমুদুল কবির বাসার বলেন -বথুয়াদী থেকে আহত সাতজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এর মধ্যে চারজন গুরুতর আহত চারজন কে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকী তিনজন কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সংঘর্ষে উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝