মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে বেগবান করে তারেক রহমান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছেন। দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছেন। আমরা তার মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
আজ নিজ কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা তারেক রহমানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে ছাত্রদের পাশে ছিলাম। অভিষ্যতেও যেকোন আন্দোলনে ডাক আসলে সাভারের বিএনপি’র নেতাকর্মীরা সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকবে।