1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ।

এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অস্ত্র মামলার আসামী ১। মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু (৫৯), পিতা- মৃত সোহরাব আলী, ২। হোসাইন মোহাম্মদ মিলকান ওরফে বান্টি (৩৫), পিতা- মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু, উভয় সাং-২৪/এ বড়বাজার, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন ৪২/এ দুধমহল, বড়বাজার সাকিনস্থ ধৃত আসামী মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু এর ৫ম তলা বাসার ২য় তলার ফ্লাট বাসায় হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১। একটি ছোড়া, যার একপাশ ধারালো, যাহা হাতল ব্যতিত লম্বা ০১ ফুট ০৮ ইঞ্চি এবং হাতলসহ ০২ ফুট ০৬ ইঞ্চি, ২। একটি দা, যা হাতলসহ লম্বা ০১ ফুট ০৯ ইঞ্চি, ৩। একটি তরবারী যার একপাশ ধারালো, লম্বা অনুমান ০১ ফুট ১০ ইঞ্চি, ৪। দুইটি কুড়াল, যার একটি হাতলসহ লম্বা ০১ ফুট ০৪ ইঞ্চি এবং অপরটি ০১ ফুট ০৫ ইঞ্চি এবং লোহার অংশ ০৭.১/২ ইঞ্চি, ৫। ০৫টি সবুজ রংয়ের বাংলাদেশী পাসপোর্ট, ৬। বুলেট সাদৃশ্য ০১টি পিতল বর্নের গুলি, যার তলায় ইংরেজীতে জবস লেখা আছে উদ্ধার করেন। এসআই (নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। বিল্লাল (৫০), পিতা- মৃত আছর আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- গোহাইলকান্দি মীরবাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন গোহাইলকান্দি পশ্চিমপাড়াস্থ পৌরসভার পানির পাম্পের সামনে পাকা রাস্তার পাশ হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে মোট ৬০(ষাট) পিস ইনজেকশ টাকা উদ্ধার করেন। এসআই (নিঃ) বিশ্বজিৎ সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। জাহিদ ওরফে কানা বাবু(২৭), পিতা-সাহেব আলি,মাতা-জমিলা বেগম সাং-অলিপুর বেগুন বাড়ী, ২। রফিকুল ইসলাম ওরফে রাসেল (৩০). পিতা-মৃত শামসুল হক,মাতা- রৌশনারা বেগম, সাং-৩১নং গুলকিবাড়ী, উভয় থানা- কোতোয়ালীম, জেলা-ময়মনসিংহদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন জেলা স্কুলের সাকিনস্থ জেলা স্কুলের বডিং মাঠে প্রবেশের গেটের পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী ১। মোঃ শাহিন ইসলাম (২৫) পিতা-মোঃ দুলাল, মাতা-পারভীন আক্তার,সাং-চর আনন্দীপুর ৫ নং সিরতা ইউপি, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন চর আনন্দীপুর এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই (নিঃ) জাহিদুল হাসান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ মোসলেম উদ্দিন তুষার (৩০), পিতা-মোঃ হেলাল উদ্দিন ওরফে রমজান মিয়া, মাতা-তাসলিমা আক্তার, সাং-পুরোহিতপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা্ধীন পুরোহিত পাড়া এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ খুররুম মিয়া (৫০), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা-মোছাঃ জরিনা বেগম, সাং-গতা, ৫নং গতা ইউপি,ও নং ওয়ার্ড, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাকে নেত্রকোনা এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই (নিঃ) সাইদারা রিটা সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১।মোঃ হাবিবুর রহমান (৩০), পিতামৃত-ইদ্রিস আলী, মাতা-মমতাজ বেগম, ২। মোঃ রবিন (২৭), পিতা-মোঃ বাদল মিয়া, মাতা-রোকেয়া বেগম, উভয় সাং-বয়ড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন ময়নার মোড় এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই (নিঃ) ওমর ফারুক রাজু সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রাব্বী (২৬), পিতা-হযরত আলী, মাতা-হাওয়া বেগম, সাং-নুপুর হল, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝