লেখাঃ দেলোয়ার জাহান খাঁন
হারিয়ে যাবো এই শূন্যতায়
আমার অনুপস্থিতি কি কাঁদাবে তোমায়…
নাকি ভুলে যাবে..
যেমন করে মানুষ ফেলে আসা বসন্তকে ভুলে যায়..
ঝরা পাতায় কোন মাটির দেহে মিশে যাবে এই মন হৃদয়..
তখন আমি অনেক দূর…….
অশ্রু কি ভাঙতে পারবে দুর্গম সেই ঘর.
যে অসহায় অচেনাময়
জীবন হলো পানির নৌকা
কখনো সুখের পাল তুলে?
কখনো কষ্টের স্রোতে ভাসে।
কখনো ছুটে যায় ভালোবাসার টানে,
কখনো থেমে যায় অজানা অভিমানে।
একটি পুরুষ মানুষের তিনবার মৃত্যু হয়
প্রথমবার সে মরে যেদিন সে
বুঝতে পারে চাইবার আর কোন
জায়গা নেই নিজের প্রয়োজন
নিজেকে মেটাতে হবে
দ্বিতীয় মৃত্যু হয় যখন সে
টের পায় শরীর কিংবা মন
খারাপ হলেও কাউকে সেটা
জানাতে ইচ্ছা করলেও
জানাতে পারে না।
তৃতীয় মৃত্যু হয় তার সবকিছু
থাকা সত্ত্বেও সে যখন আর
নিজের ইচ্ছে শক্তিতে চলতে পারেনা।
সারা জীবন যে সংসারের বুঝা টেনে নেয়
সেই একদিন সংসারের বুঝা হয়ে যায়”
এই বুঝি নিয়তি।